Sunday, January 6, 2013

মানবতার পতন


মানবতার পতন

উপরে সাদা-কালো আর সুন্দর-কুৎসিত
নেই কোন ব্যবধান মনের ভেতর
মানচিত্র আর ধর্মের ব্যবধানে হয় না তো অনুভূতি নিথর।
মানুষ মানুষের তরে খুঁজে ফেরে কতই না আশা!
সব কিছু পিছে ফেলে ত্যাগ করেছে মানুষের ভালোবাসা।
মানবতা কথাটুকু শোভা পায় শুধু আজ সাদা কাগজের বুকে!
পরকে আপন করে এগিয়ে আসতে দেখি না তো আর কারো দুখে।
পিশাচের মতো খুঁজা হয় নিজের সুখ-ঠিকানা মানব-রক্তের ভেজায়
পথ হারিয়ে চলেছে আজ মানবতা কোন সে অজানায়?
রেটিং করুন:
Rating: 0.0/5 (0 votes cast)
Rating: 0 (from 0 votes)
এই পোস্টের বিষয়বস্তু ও বক্তব্য একান্তই পোস্ট লেখকের নিজের, লেখার যে কোন নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব লেখকের। অনুরূপভাবে যে কোন মন্তব্যের নৈতিক ও আইনগত দায়-দায়িত্ব সংশ্লিষ্ট মন্তব্যকারীর। শব্দনীড় ব্লগ কোন লেখা ও মন্তব্যের অনুমোদন বা অননুমোদন করে না।
▽ এই পোস্টের ব্যাপারে আপনার কোন আপত্তি আছে?

১৪ টি মন্তব্য (লেখকের ৭টি) | ৬ জন মন্তব্যকারী

  1. ডা. দাউদ : ০৪-১১-২০১২ | ১৫:৫৬ |
    Delete
    উপরে সাদা-কালো আর সুন্দর-কুৎসিত
    নেই কোন ব্যবধান মনের ভেতর
    মানচিত্র আর ধর্মের ব্যবধানে হয় না তো অনুভূতি নিথর।
    অসাধারন কথা- কবিতা
    অভিনন্দন প্রিয়
  2. নাজমুল হুদা : ০৪-১১-২০১২ | ২২:৪৬ |
    Delete
    কবিতা চমৎকার! টাইপোগুলো চোখে লাগে দারুন ভাবে।
    শুভা, এগিয়, খুঁজা বানান ঠিক না করলে পাঠক হোঁচট খেতে পারে।
Powered by Blogger.